- মণি জুয়েল(Moni Jewel)


দুর থেকে ভেসে আসছে ঢাক ঢাক আওয়াজ
পাশ দিয়ে এগিয়ে চলেছে- টুকটুকি' গাড়ি,
সুরে ভেসে আসছে আরো দুর থেকে গান,
যদিও কথা'গুলো কিছু বুঝতে পারছি না
শুধু বুঝতে পারছি এই-
কারা বিভোর যেন কোনও কিছুর প্রেমে
ঝরে ঝরে পড়ছে হলুদ শিমুলে'র পাতা
কচি কচি মনগুলো, দৌড়ে যাচ্ছে বেশ
উল্লাসে।
পৌঁছুতে সবা'ই চায়, আপন ভাল্লাগায়
ওই' যে...
নীলশাড়িতে এগিয়ে যাচ্ছে নাদুস ওরা
দেখতে পাচ্ছি, ক্লান্ত মুখ, নাকের ভাঁজ
কত কথা'ই না বলে যাচ্ছে ওষ্ঠের ফাঁক
শুনতে পাচ্ছি না কিছু'ই
শুধু বুঝতে পারছি এ'ই ওরা বলতে চায়
কিন্তু শোনার লোক কৈ, ছাদে বসে আছি
আমি, উষ্ণতার লোভে যদিও রোদই নেই
আকাশটা বড় কেমন যেন, না নীল, না সাদা।


***02.01.2018-Dhuliyan-01:30PM***