- মণি জুয়েল(Moni Jewel)


এখন বারোটা বেজে গেছে, হয়তো স্নানে যাবে
হলুদাভ নাইটিটির পিঠের দিকে হাত ঢুকিয়ে
ভ্রু কুঁচকে খুলে দিচ্ছো ব্রার হুঁক
না না... আর আমি ক্ষিপ্ত-বিরক্ত হবো না
কিছু পরে, একটু দেরীতে ফোন এলে
রেগে মেগে কিছু বলবো না।
খুলে দাও একে একে সবই ঝরে পড়ুক
স্মৃতির ক্লান্তি শ্রান্তিগুলো।
যেমন খোলোখুলি হয়ে গেছি দুজনে


খুলে দিয়েছো গা, কাপড়চোপড়


অতঃপর...,তোমার আকাশে আসুক
শরৎ, ভেসে যাও নীলের,
অনন্ত নীল সীমানায় নতুন শুভ্র যাপনে
শুকিয়ে যাবে ক'দিনে মাটি।
খুলে দাও জানালা, হিমেল বাতাসের
শীতলতায় তোমায় দেখুক নি:শ্বাস ভরে
সবুজ চোখে, ভেজা সবুজপাতা।
উড়ে যাক আঁচল আকাশ নীল সাদা শাড়ির
না না ভেবো না, বৃষ্টি ঝরে নির্মল এখন অনেক।


****20.08.2017-Dhuliyan-12:25PM****