- মণি জুয়েল(Moni Jewel)


শরৎএর স্বপ্ন নীল, যত শুভ্র আশা, সবই যে
তোমায় ঘিরে, সুখ, দুঃখ, হাসা।
শুধু মনে রেখো আমাকে, ভাসতেছি আমি
(তোমারই)নীল আকাশে।


ভাবি নি কখনো, যত নীলস্বপ্ন সাজিয়ে দেবে তুমি,
খোলা জানালায়, নীলসীমানার, এসে দেবে হাতছানি।
ওই দুরে নীল আকাশে, কথা-কবিতা ছন্দে
হেসে হেসে ভেসে যাবো, তোমাকে ভালবেসে!
দেখো, ছিঁড়ে যেন না, বাতাসে,
রঙীন এই ঘুড়ি,(অন্তহীন) নীল শূন্যেতে!


নীল যত স্বপ্ন, হয়ে যাক পুর্ণ, কাশে ভাসুক জমি।
বাজনায় সুরে, প্রেমের দুপুরে, সাঁঝবিকেলের দশমী।
সেই সানাইয়ের সুরে, প্রণয়ের সুখ বাসরে
এসে, হেসে মিশে যাও, দুর ওই প্রান্তর শেষে।
শুধু, ভুলে যেও না, আকাশে-
শিমুল-তুলা এ মন, ফের যেন না ভাসে!


***25.09.2017 - ধুলিয়ান - 07:35PM***