- মণি জুয়েল (Moni Jewel)


হাতে মেহেন্দি লাগিয়েছো, মনে মনে রেঙে উঠেছো।
বসে বসে তোমার সেই ছবিটা আমি দেখছি।
ঢেউ খেলে, তালু বেয়ে, শুভ্রবাহু অবধি উঠে যাচ্ছে
বাঁকে বাঁকে, এঁকে অনেকগুলো স্বপ্ন!  
দেখা যাচ্ছে, রঙীন সালোয়ার, হাতের ফাঁক দিয়ে
তারই  কাপড়ের রঙীন পর্দায়,
আমি সিনেমা দেখছি। প্রতি মুহূর্তে ভেসে যাচ্ছে
মনের চল চিত্রগুলো
অন্তেঃ লুকানো বিমূর্ত কল্পনাগুলো, স্বপ্নগুলো।
শুঁকে নিচ্ছি কল্পনায় বিভোর আমি  
তোমার গন্ধ! মেহেন্দির বাঁকে নিজকে লুকিয়ে,


প্রণয়ীনী মনের তরঙ্গায়িত তরঙ্গে ভেসে গিয়ে২


তোমার মেহেন্দি আঁকা দুই হাতের, বাহু সন্ধির,
মদ্গন্ধে মেশাচ্ছি নিজেকে আপ্রাণ।
ওহ্ ডিয়ার, তোমার ফিসফিস বলা কথার গন্ধ,
পোশাক খুলে যাওয়া
পিপাসায় ভেজা, তোমার, তৃষ্ণার্ত-শরীরের গন্ধ!
খুলে যাচ্ছে সবই একে একে...
আমার চেতনায়, শুধুই, তোমার খোলা নীল-অঙ্গ
আমার দু'চোখে, আমার রক্তস্রোতে
শুধু তুমি। রমনরত রমণীর স্তন সমান দুলে যাচ্ছে
আমার হৃদয়। সারা শরীর কাঁপছে থরথর।
মনে মনে রেঙে উঠেছো তুমি, মেহেন্দি লাগিয়েছো।


***20.09.2017 - Dhuliyan- 07:05 PM***