- মণি জুয়েল(Moni Jewel


তোমায় খুশি করতে গিয়ে যদি আমায় বলতে হয়
তুমি মমতাজ আমি শাহ্জাহান
তুমি সীতা সতি, আমি রাম
তবে শুধু একবার নয়, বলতেই পারি অযুত-
কাব্য কবিতায়, গানে, গানের কথায়


কিন্তু জানো ডোনা, আমি শুধু আমিই,
ঠিক ঠিক যেমন অনুপমা তুমি অদ্বিতীয়া।
সব উপমা'ই উপমিত হয়ে যায়!!
যদিও তোমার খুশিতে পুলকিত হয়েই যাবো-
কিন্তু...
যাক গে সে কথা। জেনো, আমি বহুদারী নই,
কথা বললে কথা আরও বাড়ে।
শুধু চাই তোমার সুডৌল বুকে সবুজ হতে,
বিস্ময়তোমায় দেখে নিত্য বিস্মিত হতে


এরপরো কি চায়বে আমায় বহুভোগ্যা-
ওদের মতো, মেনে নেবে বহু শরীরের গন্ধে?
পারবে খুঁজে নিতে আমায়?
অকারণে কাব্য খুঁজতে যাওয়ার
কোনও মানে হয়, ডোনা? জীবনই যখন কাব্যময়।


****10.05.17-Dhuliyan-02:00দুপুর****