- মণি জুয়েল(Moni Jewel)


এখন বারোটা প্রায়, শরৎ'র বাতাসে ভেসে আসছে,
শুক্রবারের জুম্মার নামাজের আজান।
সম্মোহনী সেই সুরে সম্মিলনী বার্তা মেশানো যেন!
ভেসে আসতে না আসতে'ই সে সুর
শ্রাবণ-ঘন মন খারাপে, আচ্ছন্ন হতে শুরু করেছে
আমার বেখেয়ালী-উদাস মন।
দুই চোখের, চারকোণের ভেজা ভেজা পথ দিয়ে
ভেসে উঠছে স্মৃতিগুলো।
সবই শুকিয়ে যায় নি এখনো,সদ্য শুরু হয়েছে


পুকুর পাড়ে ঝরে পড়া পাতাদের খসখস শব্দে২


জেগে উঠছে সপ্তম সুরে, কিশোরীয় মরশুমের-
তোমাতে বিভোর, দশমী!
তোমার সুডৌল ছায়াতে, ছায়া মেলানোর দুপুর!
ওহ্ কল্পনায় ভাসা সে' যাপন!
অসংখ্য ভিড়ের মাঝেও তোমাকে দেখে নেওয়ার
ব্যাকুল উনিশের সে প্রাপ্ত কৈশোর!
জ্বলজ্বল চোখে, দেখতে পাচ্ছি, তুমি এখন'ও যেন
লজ্জাবনতা দুরে সরে দাঁড়িয়ে আছো
রক্তাক্ত আমি তোমার ত্রিশূললোচনে,রক্তিম চুম্বনে!


****08.09.2017 - Dhuliyan - 12:10PM****