- মণি জুয়েল(Moni Jewel)


কোথাও কোনো ভুল নেই ভ্রান্তি নেই তবু কেন যে
এমন টা ভেবে যাচ্ছো!


জীবন' আবার নষ্ট! এ কি!
না না এ সবই বানানো, ভ্রান্তধারণা মাত্র
তোমরা যাকে নষ্ট বলে থাকো
আসলে তা নষ্ট নয়...
শিল্প বৈচিত্র মাত্র!


বড়ই বেশী বিনোদন মাখানো এ জীবন ।
কোথাও একনায়কী দুঃখরা নেই ।
অ'সাধারণ এক আর্ট
যা কিছু সবই আনন্দ
কোনো শূন্যতা নেই, এ শূন্যতায়!
বাকী আর যা কিছু, মরিচিকা ওগুলোই


তার মানে নদী নেই
সমুদ্র জলোচ্ছাস নেই
এমন তো নয়। আছে বলেই তো
আছে বলেই তো, এই জীবন বৈচিত্রময়
দেখো চৈত্রের ফাটাবুক, শ্রাবনে


ডোনা, এবার তো হাসো,
জেনো হাসিও শুরু হয় কান্নার মতোই তুমি থেকে
××× 03.04.17- Dhuliyan- 01:20PM ×××