উড়ে যাচ্ছে ধোঁয়া পুড়ে পুড়ে
  - মণি জুয়েল(Moni Jewel)


তমাধাঁর কবরস্থানে, জোনাকিগুলো জ্বলছে।
দেখতে'ও মন্দ না
ভালোই। চিল্লান যেতে পারে,
কবিতা টবিতা লেখা যেতেই পারে
তাই বলে যে, সেই জোনাক পথ-
দেখায় বা দেখতে সাহায্য করে
তা একদম'ই নয়।ধাঁধিয়ে দেয়
আঁধার বাড়ে বৈ কমে টমে না


ক্রমে অনুক্রমে হেঁটেই যাচ্ছি২


কোন_দিকে হাঁটছি, বুঝছি না
হলুদ" লাগানো'র জন্যে খোঁড়া
জমির মতোন' বড় বড় ঢিমেলে
হোঁচট খেয়ে, খুঁজে-ই যাচ্ছি পথ
টেনে গান টান গাওয়া যেতে পারে
হয়তো বা কিছুটা প্রশান্তি'ও
কিন্তু পথের সম্ভাবনা!
কেউ কেউ বিড়ি ধরান গ্যাসলাইট জ্বালছে।


×××23.05.2018-ধুলিয়ান-11:30PM×××