উষ্ণতায় সারারাত ভিজতে ভিজতে
- মণি জুয়েল(Moni Jewel)


আলো কমে যেতে যেতে এখন সাঁঝ হয়ে গেলো
আকাশটা খুব যে ঝকঝকে_নির্মল, তাও না
বাতাসও খুব একটা বয়ছে না
উষ্ণতাও তেমন নেই
ভিজে ওঠেনি এখনও- পর্ণে'র অগ্রভাগ
খুব একটা ঝাপসা মনেহচ্ছেনা পথও!
ওহ ডিয়ার....
তুমি আসবে কি আলতো হাসবে কি
ভাসিয়ে আমায় ভাসতে...ভাসতে
ছড়িয়ে ও দু'বাহু ডেকে নেবে কি


যে বাহুতে আঁটকে গেছি আমি২


সেই বাহুতে জড়িয়ে ভেজাবে কি
কামীন-স্রবণে, আমায়, মাঝরাতে
রজনীবিন্দু যেমন ভিজিয়ে মাটি, সে
ভেজাগন্ধে-
আদুরে_লিপ্সা'য়, প্রিতরে নিয়ে যায়!
অন্তঃ নিষিক্ত'তার, সম্ভুগে-মাদকতা'য়
দিশাহারা করে দিয়ে
নিয়ে যাবে কি সীমানাহীনতায়
যেমন নিশিকামিনী কবিরগ্লাসে ভেসে ভেসে
সম্ভোগ শেষে কবিকে পৌঁছে দেয় উষসী-ঊষায়।


××××03.04.2018-ধুলিয়ান-05:55PM××××