- মণি জুয়েল(Moni Jewel)


এখন মাঝরাত চুলের গোছা বালিশের পাশে রেখে
এ্যানড্রোয়েড'টা হাতে নিয়ে
অযুত মুখের মাঝে তুমি হয়তো এখন ফেসবুকে
উত্তপ্ত-কবিতা পড়ছো, মাঝে মাঝে গরম হচ্ছো
মাছের গাদার মতন লোমহীন দুপায়ের ঘর্ষনে,
পাড়া ঘুমানো দুরে যন্ত্রযানের সম্মোহনী শব্দে/
স্পষ্ট শোনা যাচ্ছে নিঃশ্বাস, প্রশ্বাস
পুলকে-পলকে কে জেগে উঠছে যেন
চেপে বসেছে কে যেন রক্তে, শিরায় শিরায়


ভিজতে শুরু করেছে সীমানাহীন সীমানা২


ঘাসের ডগা ও বাঁশ'পাতা'র মোহাচ্ছন্ন অগ্র।
পতপত.. সারস, পার হয়ে যাচ্ছে, গাঁঙ
দরবারি স্তনন ঝরে যাচ্ছে টিপটিপ/
ক্রমশ ঘন হতে থাকে রাত দু'পায়ের বাঁধনে
ক্রমশঃ বন্দি হতে থাকে জীবন অযুত রক্ষনে!
অথচ একবার ডানা মেলে উড়ে যেতে পারলে,
একবার বন্ধন খসিয়ে, বার হয়ে যেতে পারলেই...
জীবনই যখন বন্দি থেকেও
মুক্ত উড়তে পারে শূন্যে, তবে তুমি আমি নই কেন!


****25.10.17 - ধুলিয়ান - 11:55PM****