- মণি জুয়েল(Moni Jewel)


আজ অনেকদিন পরে আকাশের দিকে তাকালাম
মন ভরে তাকালাম দেখলাম মিটিমিটি তারাদের
তাদের হাসি,পুলকে মুদে যাওয়া পুলকিত চোখ
আর খেলে যাওয়া বাঁশপাতার দোল
নৃত্যে মশগুল, মদমত্ত নিসর্গ, ভিজতে ভিজতে।
কতদিন এমন ভেজা হয়নি, আমার, আমাদের
রজনী কেটে গেছে নির্ঘুম, তারা গুনতে গুনতে


কত'গুলো কথা, কত'গুলো শব্দ, ভেসে গেছে।


ভেসে গেছে নিরবে, নিরব যত ভাবনা'গুলো২


নিস্তব্ধতার শব্দে একা আমি শুধু শুনেই গেছি!


হাত থেকে পড়ে যাওয়া ভরা-গ্লাসের ঝন ঝন
সরলেবাঁকিয়ে এগিয়ে যাওয়া ট্রেনের হুইশেল
আর,ঝরতে থাকা, ঝরতে থাকা, ঝরতে থাকা!
টিপি টিপ শিশিরের ঝরে যেতে থাকা।
আর কি সুর পাবে, সে'ই কথাগুলো, শব্দ ছাড়া
বয়ে গেছে যে কথা'রা। আজ, হাসলে কি মুছবে
বিগত বিভৎস কালো'রাতের, বুকফাটা হাহাকার।


****30.12.2017-ধুলিয়ান-11:00PM****
                     #কথাকবিতা