- মণি জুয়েল(Moni Jewel)


এ এক বিচিত্র দেশ, তৃষ্ণাখনি, গিলে নিতে চাচ্ছে
সব হা করে, অতল গহ্বরে।
বুক ফেটে, গরজে, আছড়ে পড়ছে অশ্রু প্রপাত
দমকে দমকে উঠছে নতুন ভ্রুণ।
অথচ কোত্থাও জীবন নেই, জীবনের সম্ভাবনা...
শুয়ে আছে, সভ্যতার পঁচাগলা মৃতদেহ,
দাবানলে পালিয়ে যাচ্ছে হরিন, অরণ্য থেকে,


শুধুই নিজেকে বাঁচিয়ে নেওয়ার তাগিদ মাত্র!


অথচ মৃতদেহের সমাবেশ কোথাও প্রাণ নেই


কোথাও না, কোথাও না, আঁটকে যাবেই শিং।


মৃত্যুর গন্ধে গন্ধে, ছুটে চলেছে শেয়ালগুলো!
ওহ্ কেউ তো বলে দাও, বলো না ওদের
প্রতি ঝাপে, প্রতি ক্ষণে বাড়ছে মৃত্যুর সম্ভাবনা।
ওহ্ সারা আকাশ কাঁপিয়ে দিক
হয়ে যাক না পৃথিবী কালআঁধার, বিস্ফোরাণুভে
ঝলসে যাক না সব, ভেসে-
যাক পঁচা-গলা দুর্গন্ধী সভ্যতা। নতুন জন্মে যাবে।


***15.09.2017 - ধুলিয়ান - 04: 30 PM***