- মণি জুয়েল(Moni Jewel)


ঠিক কচি বাঁশের মতোন তোমার কোমল বাহু,
সদ্যগজানো জামপাতার মতো ওষ্ঠ,
হরিণের মতোন সুতিক্ষ্ণ চাওয়া, ইত্যাদি
মিলিয়ে, তোমাকেই দেখছিলাম
আমি দেখছিলাম- স্নানসিক্তা তোমায়
শ্রাবণে যেমন, বৈকালিক বৃষ্টির পরে
সোনালী রোদ্দুরে কলাপাতা।
অচথ আমি, দাঁড়িয়ে নিষ্পর্ণ-প্রাস্তর
ডেকে নাও না, মরু-পথিক আমায়


দিব্যস্রবণে, অসীম প্রবহমানতায়২


শুভ্রতা_মাখানো, তোমার কলেবর
অতলান্ত' সমীপে পয়স্বিনী সমাহার
দেখতে পাচ্ছি- কালো ব্রা'র
আয়োজনে, অন্তহীন-জীবনে'র উৎস
বড্ড পিপাসা পেয়েছে আমায়, ডোনা
শুধুমাত্র বিন্দুবিন্দু বৃষ্টি ঝরিয়ে
পারো না কি রুক্ষ চৈতে ভিজিয়ে দিতে!
পারো না ভেজাতে আর্ত চাকতকন্ঠ!
পারো না কি সরোবরে ভাসিয়ে দিতে আমায়?


×××22.03.2018-ধুলিয়ান-10:00PM×××