ভেতরের সবগুলো বাল্বই বন্ধ করে দিয়েছি
গাঢ় অন্ধকারে
বাল্ব জ্বলছে, বাইরে!
ওই অন্ধকারে'ই জেগে বসে আছি
আসলে ঘুমোতে চাইছি-না


অরব দেখছি
এখন সবাই ঘুমিয়েছে


কোত্থাও কোনো শব্দ শোনা যাচ্ছে না


এখন সবাই ঘুমিয়েছে
বুঝতে পারছি


কিন্তু, কিছু'ই কি শুনছি-না!
না, আমার নিঃশ্বাস, শুনতে পাচ্ছি
স্বাচ্ছন্দে ভেতর বাইরে...
নিবিড় অন্ধকারে
আমি ঠিক বুঝতে পারছি- আমি বেঁচে আছি


যখন বাইরের আলোয় কেউই জেগে নেই@মণি জুয়েল