- মণি জুয়েল(Moni Jewel)


সন্ধ্যা নামতে আর খুব একটা দেরী নেই
অরব...
দাঁড়িয়ে আছে মাঠ, সবুজ ও'ই হলুদ
পাতাগুলো,
তাদের'ই কোনও'টা মাঝে মাঝে
বাহু দুলিয়ে জানাচ্ছে বিদায়
সান্ধ্য বাতাসে।
দু'ফোঁটা বৃষ্টি তখনই গায়ে পড়েছিলো,
ভিজে গেছে হয়তো এখন!
গুমগুম বজ্রপাতে
কেঁপে উঠছে আকাশটা বারবার


ভিজে গেছে খোলাজানালা দুটি,
টিপ টিপ অবিরাম...
ভিজে গেছে আমার পৃথিবী।
ঝাপ্সা হয়ে আসছে দৃষ্টি, আবছা মাঠ
শেষের বৃষ্টিতে!
দক্ষিণের জানালায় ঢলে পড়া
বাঁশপাতা,জানান দিচ্ছে যবনিকা!
সবুজপাতা,
তুমি শুধু থেকো, ঠিক যেমনটি ছিলে।
আসবো-
ভালোবাসতে, তোমায় হাসাতে চাঁদ হয়ে।


***10.08.2017-ধুলিয়ান-07:40PM***