- মণি জুয়েল(Moni Jewel)


ও চোখের বাঁকা চাওয়া, বৈশাখী উতাল হাওয়া
আমায় পাগল করে যায়
চুলের এলো উড়ে যাওয়া, পলকে কথা বলা
শিমুল তুলার মতো
এ মন ভাসায়!


কচি পাতার মতো আমার এ সবুজ মন
ভিজে থাকতে চাই সারাক্ষণ
ও'ই পিপাসায়...


ও অঙ্গ-ভাঁজে
লুকিয়ে রেখো তুমি স-যতন
কোথাও যেন মন, আর আমি না হারাই!


যখনই দেখেছি
সেই আমি হারিয়েছি
মন তো শুধু না, আমার দুঃখ সব আর কান্না!
এ পিপাসা মিথ্যে নয় ডোনা
যেমন শিমুল তুলা ভেসে যায় ও নদী বেয়ে যায়
***15.04.17-Dhuliyan-04:30PM***