যন্ত্রের দাপটে
- মণি জুয়েল(Moni Jewel)


বেশ চুপচাপই ছিলো। স্মৃতির কথা, সুখ দুঃখ ব্যথা
মিলিয়ে অনেকের মতোই আমরাও
ঝিমোচ্ছিলাম-
বাতাসে তেমন আগুন ছিলো না
অতঃপর... ডিজিটাল-ওয়াচে তখন চৌদ্দ
নতুন রঙেচঙে বহুদিনের সেই নৌকাটা
এবার  প্রস্তুত। নামবে...
কত 'হাঁক ডাক', কত 'আয়োজন তার
পতপত তাতে বাঁধা উগ্র'বর্ণ পতাকা
শৌখিন_লোকজনে'র ভীড় জমতে
শুরু করেছে
জনে জনে বেশ, জন-গন_অরণ্য!


সুখঝিমুনিরা সবটাই ঝরে গেলো


দু'চোখ থেকে' কার কার আলতো-
সুখের নিদ্রা
শুনতে পাচ্ছি....একটা আবছা শব্দ
দুর থেকে কে বললো যেন 'Ebony'
এ্যনড্রয়েড_ডিক্শনারী খুঁজে বুঝলাম
আবলুস। শুধু এইটুকুই!
পরে যখন গুগল-এ সার্চ করে বিষয়টা
বুঝলাম। ওয়াচে তখন যোগ হয়েছে চার!
ভেসে গেছে নৌকা বহু যাত্রী সহ
শুনতে পাচ্ছে কি কেউ-
কালোআবলুস জলে ভাসে না বেশী
আঁধার হয়ে গেছে এখন, সব ডুবে গেলো, সব শব!


×××× 13.04.2018-Dhuliyan-02:00PM ××××