বলছো তুমি ভুলছো আমায় এইটুকু ই হোক বেশি,
জানি ভুলতে গিয়ে করছো স্মরণ হে আমার অভিলাষী।
ভুলতে কি গো পারবে তুমি মোদের প্রথম দেখা?
সপ্তদশী তুমি তখন যাচ্ছো বাসে একা।
তুমি যাচ্ছ সিটি কলেজ আমি বিশ্ববিদ্যালয়,
সেই বাসেতে মোদের চোখাচোখি খানিক পরিচয়।
তখন থেকে পথের বাঁকে থাকতাম দু'জন অপেক্ষাতে
নিত্য যেন সিক্ত মনে মোদের দেখা হয়।
বাসের সিটে বসে এটে হতো হরেক কথায় কত হাসাহাসি,
তোমার দীর্ঘ কেশ উড়তো বেশ পড়তো আমার চওড়া কাঁধে আসি।
জানি ভুলতে চাচ্ছো এসব কথা এসব এখন অতীত,
ভুলতে তুমি পারবে কি গো আমায় নিয়ে তোমার রচা গীত?
তোমার কলেজ ক্লাসের অবসরে সাইন্স ল্যাবরেটরির খানিক মোড়ে,
ফুসকা খেয়ে গুনগুনিয়ে করতে তুমি প্রেমের সঙ্গীত।
নীলক্ষেতের ওই পূর্ব পাশে কিংবা টিএসসির আশেপাশে,
মাঝে মাঝে কাটতো বিকেল তোমার আলতো ছোঁয়ায় ভালোবেসে।
অল্প কথায় গল্প হতো হাসতে তুমি অবিরত,
সেই হাসিতে হাসতো ভুবন
বহিতো স্নিগ্ধ দখিন পবন
হাসতে হাসতে তোমার মাথা আমার ঘাড়ে পড়তো।


ওই এলাকায় আবার যখন কাউকে নিয়ে ঘুরবে,
ওসব স্মৃতি ওসব প্রীতি ভুলতে কি গো পারবে?
ভুলতে যদি পারো সখি, যাও গো ভুলে বেশ,
মনে রেখো,তুমি আমার প্রথম দেখা তুমিই সর্বশেষ।
প্রথম প্রেমীর প্রথম ছোঁয়া ওষ্ঠ কাঁপা মৃদু হাসি মুখ,
মূল্য দিয়ে যায় কী কেনা ভুবনে এমন শ্রেষ্ঠ সুখ?
সেই সুখস্মৃতি নিয়ে থাকবো আমি, সাক্ষী আমার অন্তর্যামী,
তুমি ভুলতে কিগো পারবে সবই? থাকবে সুখে আমার মতো  নিত্য দিবাযামী?