"প্রিয়" শব্দটা আজকাল বড়ই হাস্যকর,
জনমত নেই তবুও প্রচারে জনপ্রিয়,
হৃদয়ে লেশমাত্র ভালোবাসা নেই, তবুও সম্মোধনে বলে প্রাণপ্রিয়,
যতক্ষণ প্রয়োজন ততক্ষণ প্রিয়জন,
অপ্রয়োজনে কেউ কারো রাখে না খবর।


আজকাল সত্য কে সত্য আর অন্যায়কে অন্যায় বলা বড় দুষ্কর,
চাটুকারিরাই এখন বড় চটকদার,
ওদের মিলে অর্থবিত্ত সুনাম আরো নানান পুরস্কার,
নীতিবানরা বড় বেরসিক বলে ওদের নিত্যই মিলে তিরস্কার।


আত্মাগুলো আজকাল বড়ো আত্মকেন্দ্রীক,
অপ্রয়োজনে যেন সবাই অচেনা-এটাই যেন নিত্যনৈমিত্তিক।
বিশাল অট্টালিকার অ্যাপার্টমেন্ট গুলো যেন ভিন্ন ভিন্ন জীবিত মানুষের কবর,
প্রীতিহীন, বিশ্বাসহীন, মনুষ্যত্বহীন বিচিত্র এই দেশ এই শহর।