চক্ষু বদল করবো বলে চক্ষু খুঁজে
হলাম সবার চক্ষুশূল,
হৃদয় খুঁজে আকাশ সম বুঝে গেলাম ভ্রান্ত মম ধ্যান-ধারণা অধিকুল।
সত্য যাহা সত্য বলা সেটাও যেন সহজ নয়,
বৈরী হাওয়া পথে পথে ভাবনা সবার আত্মলয়।
সবাই যেন ভিন্ন দ্বীপ এর অভিন্ন এক লোভীর দল,
কাকের মত কা কা করে যেথায় অর্থ যেথায় বল।
অসৎ যারা অন্ধ সেজে অর্থ লুটে করছে ভোগ,
পরের স্বার্থে ভাবনা যাদের ভয়ে তাদের বন্ধমুখ।
এ আঁধার পথে আলোর ছটা খুঁজে আমি করছি ভূল,
তাই চক্ষু হৃদয় হলোনা বদল কারণ উন্নত মন এখন সত্যি অপ্রতুল।