দুঃখ নেই এখন আর অপূর্ণতায়।
পূর্ণিমার পূর্ণচাঁদেও দেখেছি ক্ষুধার্ত রাক্ষস,
সাগরেরও দেখেছি অসীম পিপাসা,
যশস্বীরও দেখেছি যশের নেশা,
রাজারও দেখেছি রাজ্য জয়ের লোভ,
সব পূর্ণতায় যেন লুকিয়ে থাকে লোভী হৃদয়।


যদি সব পেতাম,
তবে আমরা কি কেউ হতাম তার ব্যাতিক্রম?