যখন আমি বেকার ছিলাম ভাবতাম দিন রাত,
মাঝে মাঝে পাড়ি দিতাম দূর অজানা পথ।
যাবার বেলায় কপালে চুমিয়া মা করতো আশিস,
বলতো যেখানেই যাস বাবা ভালই থাকিস।
তারপর আকাশেতে তুলে দু'হাত,
চুপি চুপি কি যে বলে করে মোনাজাত,
আমার যাবার পথে পিছু পিছু এসে,
বিদায় জানাতো মোরে আঁধো কেঁদে হেসে।


এখন আর মা নেই নেই আয়োজন,
শুনতে হয় না তার শতেক ভাষন।
বাড়ি যাই ফিরে আসি কেউ রাখে না খবর,
মা গৃহে না থাকিলে বুঝি আপন গৃহ হয় পর?