আমি অরন্যে খুঁজি ভালবাসা, অরন্যে খুঁজি প্রেম,
পশু-পাখিদের মাঝে, নীরব নির্জনতায়, যেখানে মানুষের নেই সমাগম।
আমি নিরাপত্তা খুঁজি, চাহি শান্তি, আমার ক্লান্ত দেহ মন
দেখিয়া শুনিয়া মানবের মাঝে হত্যা-খুন-ধর্ষণ।
আমি থাকিব অরন্যে-পাখিদের গানে, তৃপ্ত করিব প্রান,
আমি ভুলিতে চাহিব নির্যাতিত নিপীড়িত মানুষের ক্রন্দন।
আমি অরন্যে দেখেছি লতা-পাতায় কি যে মায়া-মমতায়,
তাহারই মাঝে লুকাব এ মুখ আজি বড় লজ্জায়।
মানুষের মাঝে দয়ামায়া নেই, নাইকো মানব প্রেম,
মাঝে মাঝে আমি আসিব দেখিতে যারা আছে ব্যতিক্রম।।