যে আমার চোখ দেখিলে মনের কথা বুঝতো,
যে আমার সুখের তরে জীবন দিয়ে যুঝত।
যে আমাকে বোকার মতন,
ভাবতো আমি সাত রাজার ধন,
একটু চোখের আড়াল হলে পাগল হয়ে খুঁজত,
বাড়ির পরে বাড়ি গিয়ে নাম ধরে হাঁকতো।


যে আমার সকল ভুলে হাসিখুশির পরিছলে
মান অভিমান ভুলে গিয়ে সমাধান করতো।


শত কষ্ট দুঃখের বেলায়, যাহার কোলে পেতাম সহায়,
প্রিয়ার চেয়েও প্রিয় ভেবে, দিত যে আশ্রয়।
সেই তো আমার মা। আজ ক্লান্ত দেহে ক্লান্ত মনে রয়েছে চির নিদ্রায়।
অনন্তকালের নিদ্রা হতে যদি সে আর একটি বার আমায় আদর করে ডাকতো!!!