আমার লেখার দুটি ছন্দ, দিলাম তোমায় উপহার,
নিঃস্ব আমি এই বিশ্বে, আর তো কিছু নেই দেবার।
সাথে দিলাম একটি গোলাপ, শেষ আলাপের শেষ স্মৃতি,
দিলাম তোমার ললাট কেশে, আলতো ছোঁয়ায় শেষ প্রীতি।
যাবার বেলায় আবার বলি, প্রীতি দানের হয় না শোধ,
কি যে পেলাম, কি যে দিলাম, বুঝবে তুমি থাকলে বোধ।
তোমার আমার পথের চলায়, ভুলগুলোকে শূল ভেবে,
রেখো না আর মনের কোনায়, একলা পথে রই যবে।
আবার কবে হবে দেখা, আমি কি আর জানি হায়!
জীবন আমার কত বড়, শুধু জানেন বিশ্ব বিধাতায়।