মাতৃস্নেহে সমাধিকারে সবারে বাঁচতে দাও তোমার ক্রোড়ে
হে জন্মভূমি,
সত্য বলতে জাগাও অসীম প্রেরণা
যা দেখি চোখে তা বলতে পারি যেন মুখে নির্ভীক চিত্তে।


যদি তুমি চাও সদাই তোষামোদ
দিনে দিনে শুধু বাড়বে ভীরু নির্বোধ
শুধু তোমার স্তববাক্য রচিতে,
লোভে ভয়ে থাকবে সবাই ত্রস্ত নতশিরে
জন্মাবে না বীর কভু তোমার কোলেতে।


দেশপ্রেমে মানবপ্রেমে যারা সত্য বাণী উচ্চকণ্ঠ হানে,
মস্তক তুলিতে দাও তাদের অনন্ত গগনে,
সত্যের আনন্দে সাজুক তোমার সুন্দর মূরতি,
তোমাতে রাখিলাম আমার এ বিনয় মিনতি।।