ওগো প্রিয়তমা
আমি তো আর এখন আমার নই
তোমার হয়ে গেছি সেই কবে!
যেদিন তুমি বললে আমায়
অমত করলে তোমার কথায়
তোমার হৃদয়ে আমার স্থান নাহি হবে।


তাই তোমার চোখেই দেখি জগৎ
তোমার কানেই শুনি,
তোমার মতেই করি হিসাব-নিকাশ
আমার জিবন স্বপ্ন বুনি।


তোমার হ্যাঁ তে বলি হ্যাঁ হ্যাঁ
তোমার না তে না.. না..
তোমার গুনে জ্ঞানে এখন
হয় আমার পৃথিবী কে জানা।


তোমার স্বাদ-ই সুস্বাদ আমার
তোমার বাদ ই প্রতিবাদ,
জীবন আমার কাটছে এখন বর্তমান দলীয় অনুগত রাজনৈতিক নেতাদের মতো,
আমার নাই কোন নিজস্ব মতবাদ।