স্বার্থ নাহি চাহি
তবু ও হই স্বার্থপর
যদি কেউ তোমাকে চায়,
হিংসুটে নই আমি
তবু ও হই হিংসুটে
যদি কেউ তোমার পিছু ধায়।


শান্ত আমি
তবু ক্রুদ্ধ হয়ে যুদ্দ বাজাই
যদি কেউ তোমাকে মন্দ বলে,
বড় পূর্ণাঙ্গ আমি
তবু ও হই বিভ্রান্ত
তোমা হতে দূরে চলে এলে।


ধরণীতে কত সুন্দর বৈচিত্র্য দেখি
তবু ও তোমার স্নিগ্ধহাসি মুখ,
সদাই থাকে আঁখির কোনে
হৃদয়ে জাগাতে সুখ।


হে আমার জন্মভূমি আমার প্রিয় বাংলাদেশ
প্রবাসে আছি আমি বেশ,
তবু ও তোমার প্রীতি তোমার গীতি’র
কাটে না তো রেশ।।