দলের দালাল হতাম যদি, থাকতো আমার দালান ঘর,
আমার নামের হতো সুনাম, হতাম এই শহরের প্রিয়বর।
দলের পক্ষে লিখলে কিছু, পেতাম সেথায় লক্ষ লাইক,
আমি যদি করতাম মিছিল, থাকতো পিছে হাজার বাইক(Bike)।
লক্ষ জনের করতালি, পেতাম আমার বক্তৃতায়,
এই শহরের ভাঙ্গা-গড়া, চলতো আমার ইশারায়।
কিন্তু আমি সত্যভাষী, হইনি কভু দলের দাস,
তাইতো আমি এই শহরে, একাকিত্বে করছি বাস।
সবাই আমার পরিচিত, শুধু আমি সবার নিকট আগুন্তক,
নির্দলীয় নিরপেক্ষতা দিচ্ছে আমায়, নির্জনেতে দুঃখ শোক।