অনেকদিন হল দেখিনি তোমায়,
অনেকদিন দেখে নি তোমার অধরের মিষ্টি হাসি,
অনেকদিন হল  ছুঁই নি তোমায়,
দুটি হাত ধরে দুজনে বসিনি পাশাপাশি।


অনেকদিন হলো তোমার এলোমেলো কেশ
উদাস হাওয়ায় পড়েনি আমার কাঁধে,
গোছাতে গিয়ে সে কেশ তুমি চাহিতে আড় চোখে আমাতে প্রেম উম্মাদে।
তোমার সেই বাঁকা চোখের অধর কাঁপানো হাসি, আমার লাগি তো বেশ,
সে যে এক অপূর্ব নেশা- কি যে সুখ, আমিও দেখিতাম অনিমেষ।


মনে পড়ে ? গত ফাল্গুনে আমরা দুজনে কোন এক ফুলের বনে,
রচিয়াছি শত কথার মালা ফুলে ফুলে মৌমাছির গুঞ্জরণে।


এবারের বসন্ত কেটেছে একেলা আমার, ঘরের নিভৃত কোনে,
অনেক দিন হল দেখিনি তোমায়, দেখিব কি আর আগের মত? ভাবিতেছি মনে মনে।।