আমাদের ও চলে যেতে হবে এ ভুবন ছেড়ে,
আজ, কাল কিংবা আর কয়েকটা দিন কিংবা মাস, অথবা কয়েক বছর পর,
যেমনি চলে গেছে সবাই,
তবে কি আর লাভ? করে হিংসা বিদ্বেষ লোভ?
এসো ভুলে যাই সব।
ধরনির মাঝে বাকি ক'টা দিন থাকি মিলেমিশে
করি আনন্দ উৎসব।


আমাদের ও যেতে হবে শূন্য হাতে মহাশূন্যে
নিথর দেহ খানি রেখে মাটির নিচে,
তবে কেন ভাই এত অর্থলোভ, প্রতিহিংসা,
এত অহংবোধ, খামাকা করো মিছে?


আমাদের যেতেই হবে চিরতরে পরপারে,
পৃথিবীর সমস্ত বন্ধন ছিন্ন করে,
তাই যতদিন বাঁচি এসো ভালোবেসে থাকি কাছাকাছি,
মানুষ যখন মোরা চলো মানুষের মতো বাঁচি।