আমি আজ সহস্র দিনের অনুজ্জ্বল
তারকারাজি জ্বলতে দেখেছি।
আমি অমাবস্যার গাঢ় অন্ধকূপে
শত প্রদীপের আলো দেখেছি।
আমি বিরানভূমির বামকোণে
এক গুচ্ছমূলীর ফুল ফোটা দেখেছি।
আমি শিকলাবদ্ধ জাতের চোখে
মুক্তির বাণ দেখেছি।
আমি আজ পুষ্পস্তবকে ঢাকা বেদির
সহাস্য বিচরণ দেখেছি।
আমি অদৃশ্যে থাকা মুক্তিকামী শৃগালকে
একাকিনীর সনে নাচতে দেখেছি।
আমি প্রত্যক্ষী প্রতীম হংসরাজ
জিঘাংসুর তরে ঘৃণা জন্মেছি।
আমি তিতির কণ্ঠে মধুকীর কর্ণে
আলতো স্বরে 'যাই' বলে এসেছি।
আমি অমৃতসরে ভ্রমণের পয়গাম
অজ্ঞাতজনে প্রচার করেছি।
আমি তীর্থংকরের সঙ্গী হব,
বিনোদবালার ভঙ্গি হব!
আমি অন্যের তরে নিজেকে দেখিব!
তাইতো মুক্তিবাহকের মুক্তি দিয়েছি।