হাসতে বড্ড ইচ্ছে হয়,
কাঁদতে চাই অগোচরে!
কথা বলার ভাষা খুঁজি,
হারানো কোনো জাতের তরে।
মায়ার পরশ পালিয়ে বেড়ায়,
আসতে চায় না কাছে!
ভালোবাসার মর্মকথা
সবই কেমন মিছে!
আশাগুলো মুখ থুবড়ে
আছে পড়ে ভাঁগাড়ে।
স্বপ্নঘোর কাটতে চায় না
আলো কিংবা আঁধারে!
রাতেরা করে লুকোচুরি,
দিনরবি গায় গান।
প্রহরকাল অচেতনে
করে দিচ্ছে বিরান!
ভালো থাকার মানে গুলো
বাক্সবন্দি আজ!
ভালো আছি বলতে পারা
সাহসিকতার কাজ।
একাকীত্ব ঘিরছে ধরে
বিশ্বাসহীনতার ছোবলে!
সঙ্গ সব গড়ে উঠছে,
স্বার্থপরতার আদলে।
চিন্তন এবার মোড় ঘুরাবে
বন্ধুত্বের পিছে!
ভালোবাসা আর স্বত্যাগ ছাড়া
ষোল আনাই মিছে।
মায়ার জালে বন্দি জীবন,
মুক্তি মিলবে কবে?
সুখ-শান্তি মিলিয়ে ভ্রান্তি,
বাঁচতে চাই এই ভবে!