একদিকে ঘরকুনো নিধিরাম,
অন্যদিকে উর্বশীর বিধিবাম!
একপাশে চঞ্চলমতির ছায়া,
অপরপাশে আলসেমির কায়া!
একধারে বিলাসপূর্ণ জীবন,
অন্যধারে অনাহারীর আস্ফালন!
হিতে কাননবালার মাল্য রচনা,
বিপরীতে কুম্ভরাজের অব্যক্ত যাতনা!
এদিকে মায়াবিণীর কাজল কালো লোচন,
ওইদিকে ব্যাকুল ব্যস্ত হংসরাজের চাহন!
এইকোণে ঈশান মেরুর জ্বলজ্বলে তারা,
ওইকোণে চন্দ্রাবতীর নির্ঘুম পাহারা!
এলগ্নে বিলাসীর সিঁথিতে সিঁদুর, হাতে শাখা!
ওলগ্নে সাদা কাপড় আর থমকানো চাকা!
দক্ষিণে বয় মনজুড়ানোর শান্ত কেতন,
উত্তরে দেখি বিভীষিকার নির্ঘুম আলাপন!
দিক বিচারের চিন্তা এটুকুই থাক;
মধ্যতে থেকে ভালো থাকা যাক।