অন্ধ রাতে, স্নিগ্ধ প্রাতে,
তোমায় খুঁজে যাই!
তপ্ত রোদে, অগ্নি ক্রোধে,
নিরলস ঘুরে বেড়াই।
শান্ত মনে, সুপ্ত ক্ষণে,
দিলে নাতো ফাঁকি?
ভালের ভাজ, মাথার তাজ,
সবই তবে মেকি!
ছেড়ে ঘর অতঃপর
আসবে যবে ফিরে;
বিরান ভবে, সবই রবে,
থাকবো না আমি নীড়ে।
তোমার খুঁজে, চোখ বুঝে,
বাড়িয়েছি যবে পা,
দেখছি কত! মানুষ শত!
প্রেমহীন বিধবা!
তোমায় নিয়ে, নীলে হারিয়ে,
দিগন্তরেখা ছোঁব বলে!
তোমার পলায়ন, আমার কাহন,
সব রূপকথায় চলে!
সবশেষে, নতুন বেশে,
তোমায় দেখতে চাই!
ভালোবাসা, সহস্র আশা,
কেমনে ভুলে যাই!
পড়লে মনে, অনুক্ষণে,
দেখো চোখ বুজে।
নীল আকাশে, চন্দ্র ভাসে,
আমি তারাদের মাঝে!
ভালো থেকো এবং রেখো,
ইহাই কামনা!
যাচ্ছি চলে, তারাদের দলে,
বিদায় বলো না!