আমিও মানুষ
উদাসীনতা ছুঁয়ে যায় আমাকেও
মন খারাপের দিন আমারও কাটে
আমারও আছে কিছু না বলা কথা
কিছু অনুভূতি
সবার অগোচরে পুষে রাখা কিছু বেদনা
কিছু আর্তনাদ
আমিও হারাই নিজেকে
স্মৃতির সাগরে খেলি ডুব সাঁতার
আমিও মুছে ফেলতে চাই কিছু বিরহ
কিছু অপূর্ণতা
ফিরে পেতে চাই তোমাকে
তোমার অস্তিত্বকে
ইচ্ছে করে সমস্ত দায়ভার পায়ে ঠেলে
আবারও মুখ লুকাই তোমার আঁচলের ছায়ায়
ভুলে যাই তুমি নাই
কিছু সময়
ফিরে যাই তোমার হাতটি ধরে
আমাদের স্বপ্নালোকে
যেথায় প্রস্থান বলে কিছু নাই
কিন্তু পৃথিবী বড়ই নিষ্ঠুর
নিয়ম ভাঙতে চায় না
তাই আমারও আর স্বরূপে ফেরা হয় না।