সোনালী ধান কেটে যখন
ফিরি আমি বাড়ি,
বধু আমার ঘাম মুছে দেয়
দিয়ে আচঁল শাড়ীর।
ও বন্দুরে যেওনা দুরে
আমাকে কখনো তুমি একা ফেলি।
শত কষ্ট পরিশ্রমে যখনি হই আমি ক্লান্ত,
হাসি মুখে মন জুড়ায় সে হৃদয় করে শান্ত।
আমার স্বপ্নের সহযাত্রী বন্দু তুমি
কাজ কর্মের উৎসাহ প্রেরণা দানকারী।
ও বন্দুরে যেওনা দুরে
আমাকে কখনো তুমি একা ফেলি।
শত দুঃখ হতাশা বেদনাতে যখনি হই আমি কাতর,
বন্দু আমার মাথায় হাতবুলিয়ে করে আদর।
বিপদেআপদে যে থাকে পাশে
ধৈর্য ও সাহস যোগায় আমার দুঃখ বেদনার সাথী
ও বন্দুরে যেওনা দুরে
আমাকে কখনো তুমি একা ফেলি।