গ্রানাডায় ফের শুনি আযানের সুমধুর ধ্বনি,
যে জনপথ  ছিল মুসলিম সেনাপতি  তারেক বিন জিয়াদের বিজিত ভূমি।
অর্ধ সহস্র বছর পর আজি মনে পড়ে
ইতিহাস ঐতিহ্য সোনালী দিনের কথা,
মুসলিম শাসনে জনগনে সমৃদ্ধ সাম্রাজ্য স্পেন
শৌর্যবীর্য সংস্কৃতি ছিল বিজয় গাঁথা।
শিক্ষা সাহিত্য কৃষি শিল্প বানিজ্য বিজ্ঞানে উন্নতি করে সাধিত,
আদর্শ অনুপ্রেরণায় মুসলিম স্পেনই হয় ইউরোপের
পীঠ স্থানে পরিনত।
কর্ডোবা বিশ্ব বিদ্যালয় ছিল গ্রন্থ সাহিত্য
শিক্ষা চিকিৎসাজ্ঞান বিজ্ঞান সাধনার কেন্দ্র,
আলহামরা প্রসাদের স্থাপত্য নৈপুণ্য শিল্পকর্ম দেখে
পর্যটকরা এখনো হয় যে মুগ্ধ।


প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন  গড়েন সাদৃশ্য নগরায়ন
নিশ্চিত করেন নাগরিক সুযোগ সুবিধা অধিকার,
ইতিহাস বিদদের মতে মুসলিম স্পেনই ইউরোপে সভ্যতা বিকাশের সূতিকাগার।
মসজিদ মিনারাতে প্রতিদিন সুউচ্চ সুরে
ধ্বনিত হত সুমধুর আজান,
মসজিদে কেহ গৃহে আত্ন সমর্পণে সেজদা অবনত হত মুসলমান শুনে সেই আহব্বান।
দীর্ঘ আটশত বৎসর ধরে বিজয়ী বেশে স্পেনের আকাশে উড়ে ইসলামী পতাকা,
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্টায় প্রচলন করে ইসলামী শাসন ব্যবস্থা।
দুর্ভাগ্য হায় মুসলিম শাসন জনগন
খৃষ্টদের ক্রুসেড ষড়যন্ত্রের হয় শিকার,
তমুল যুদ্ধ  নগরী অবরোধ অচলাবস্থা  দুর্ভিক্ষ হাহাকার।
মুসলিম হত্যা নিধন সমুলে বিতাড়িত চলে জুলুম নির্যাতন,
ইতিহাস বিদদের মতে কারবালার পর শোকাবহ ঘটনা স্পেনে মুসলিমদের নির্বিচারে হত্যা নিধন নির্মুলিকরণ।