দেখেছি!
        অর্ধ উলঙ্গে নারী
        রাস্তায় করে চলাচল,
         লোভনীয় দৃষ্টিতে থাকায়
          দুষ্ট যুবকের দল।
  ইসলাম বলে পর্দা কয়েম হলে
  ইভটিজিং হবেই বিকল।


দেখেছি!
        বাহারী সাজে মিষ্টি ঝলক হেসে
       কোমড় দুলিয়ে রূপসী হেটে যায়,
       কামভাব রিপুর আকর্ষনে মত্ত যুবক
        যুবতীর সতীত্ব লুটায়।
       ঘরের বাইরে সাজ সজ্জা
        ইসলাম হারাম জানায়।


দেখেছি!
        আধুনিক পোশাকে ব্যহিক ফ্যাশনে
        নারীর রূপ উজ্জলতায়,
         আস্কারা মস্কারা দেয় পথিক
         এসিডে দগ্ধ নারী ছলনায়।
         বোখরা দিয়ে পর্দার অন্তরালে
         এমন হতনা কভু হায়।


দেখেছি!
        সাজ সজ্জা আধুনিক ষ্টাইলের নামে
        নারীরা যায় পার্লারে,
        প্রাচ্যের যৌবন উত্তাল সংস্কৃতি
        অবৈধ মেলামেশা অনুসরন করে।
        ইসলাম বলে অন্যের সংস্কৃতি চর্চা করিল যে,
        সে তাদের মত হলরে।


দেখেছি!
       পণ্যের মডেলের নামে
        নারীর দেহ প্রদর্শনী,
        মিডিয়ার নাটকের নামে
        যৌবন প্রেমের গুনগুনানী।
        সভ্যতার নামে যুবতীর বদন শো,
        নারীর পথভ্রষ্টতায় সদা লিপ্ত একদল ক্রু।


দেখেছি!
        সম অধিকারের দাবীতে
        নারীর মিটিং মিছিল শ্লোগান,
        কে শুনে? তাদের আর্তনাদবিলাপ
        বিলিয়ে দেয় পূর্ণ অধিকার সম্মান।
এতটা সুনির্দিষ্ট অধিকার সম্মান কে দিবে?
তাদের আর,
অজ্ঞতার চরম বীভৎস কালেও যা দিল নারীকে ইসলাম।