প্রিয় বোন আমার
পর্দা কেন করনা,
বেপর্দা ভীষন লজ্জা
ইসলামে হারাম ঘোষনা।
পর্দা নারীর স্বাধীনতা
পর্দা শ্রেষ্ঠ অলংকার,
সম্ভ্রম রক্ষায় পর্দা
পর্দা কায়েম অতি দরকার।


প্রিয় বোন আমার
পর্দা কি চিননা?
পরু আবরনে বদন ঢাক
কব্জি আর গোড়ালি সহ,
মাথা ঢেকে বক্ষদেশে
ঝুলিয়ে রাখ ওড়না।
তোমার যৌনাঙ্গ রাখ সংযত
পর পুরুষের সাক্ষাৎ ফেরাও হইও না বেগানা।


প্রিয় বোন আমার
পর্দার প্রয়োজনীয়তা কি বুঝনা।
পর্দা অবশ্যম্ভাবী
কোরআনে বর্ননা।
অর্ধ উলঙ্গে সজ্জিত অঙ্গে রাস্তায় নাম দেহ প্রদর্শনে
কতজনা হয় পাগল কাম রিপুর আকর্ষনে,
উভয়জনের তপ্ত চাহনীতে
সংগঠিত হয় চোখের যিনা।


প্রিয় বোন আমার
পর্দার মর্যাদা কি জাননা।
পর্দা পালন করিবে যখন
মহান প্রভু হইবে তোমারী আপন,
বিপদআপদ ইভটিজিং হবে বিতাড়িত
খোদার অনুগ্রহ প্রশান্তি বর্ষিত হবে অবারিত।
পর্দা পালনের উসিলাতেও তোমার
জান্নাত হতে পারে চির ঠিকানা।


প্রিয় বোন আমার
পর্দার করনা অবমাননা।
বেপর্দা বেহায়াপনায় দাইউস হবে যখন
অনুগ্রহ প্রশান্তির দরজা বন্ধ হবে তখন,
বিপদআপদ অশান্তি হতাশা থাকবে ঘিরে
অন্যায় অবিচার জুলুম পাপ যাবে বেড়ে।
কবরে সর্প দংশনে জাহান্নামের অগ্নিতাপে
জ্বলিবে যখন বুঝিবে তখন বেপর্দার কি যাতনা।