জীবন এক নদী
একেঁ বেকেঁ বয়ে চলে যায়,
কখনো সুখে কখনো দুঃখে
চলছে নিরবধী।
ছুটে যায় নদী সাগর টানে
তেমনি ছুটে জীবন
ভালবাসা পানে।
বহে নদীর বুকে
উজান ভাটির স্রোত ধারা,
জীবন তরেও চলে
হাসি কান্নার সাড়া।
উত্তালতায় নদীর তান্ডব নৃত্য,
জীবনে উঠে ঝড় প্রতিনিয়ত।
ঢেউয়ের পাহাড় কূলভেঙে চুরমার ওপারে জাগে চরের মেলা,
জীবনে চলছে অভিরাম
ভাঙা গড়ার খেলা।
পাহাড়ী ঝরনা হতে শুরু নদী,
শেষ হয় গিয়ে সাগরে।
জন্ম থেকে শুরু জীবন
সমাপ্তি ঘটে মরনে ওপারে।