জানি ভুল ভাঙবে তোমার,
আমাকে মনে পড়বে বার বার।
খুজঁবে আমায় ব্যাকুলতায়
চেনা পথে পাবেনা আমায়,
চলে যাব আমি অনেক দুরে
শেষ সীমানায় অজান্তে সবার।।
ক্লান্ত বুকে যখন রাখবে হাত
সৃম্তির নাড়ায় প্রকট হবে
তোমার সকল অপরাধ,
ব্যর্থতায় অস্থির হবে
মাথার চুল টান দিবে
অনুসুচনায় বাড়বে হাহাকার।।
হঠাৎ জানবে নাই আমি
সমাধি জেনে নিবে তুমি,
হয়ত অভিনয়ে একটু কাঁদবে
আর্তনাদ বিলাপে শোক জানাবে,
বলবে,করেছি আমি বড় ভুল
কি করে হয়? ভুলের মাশুল।
সমাধিতে ফুল দিতে
যাবে তুমি যথারীতি,
ফুলের সুভাস আমি পাবনাকো
কেড়ে নিবে মাটি।
যদি পার প্রেমাস্পদে
এক ফোটা চোখের জল ফেলতে,
তবে শান্তি পাবে আত্না আমার।।
জানি ভুল ভাঙবে তোমার,
আমাকে মনে পড়বে বার বার।।