আমার ভালবাসা,
সজ্জিত আকাশ হতে
খসে যাওয়া উল্কা।
বেদনার গ্রাসে ফেরারী সুখ,
বিষিয়ে মন বিতৃষ্ন জীবন
ক্ষনে ক্ষনে যন্ত্রনা।
আমার ভালবাসা,
হাজার ফুলের মাঝে
ঝড়ে যাওয়া গোলাপ।
ছলনার গ্রাসে হারানো প্রেম,
নেই ভ্রমরের গুন্জন
মালির হাতে গড়া যত্ন
মৌমাছির মুখর প্রেমালাপ।
আমার ভালবাসা,
সজীব বৃক্ষ হতে ঝড়ে পড়া শুকন পাতা।
বন্চ্ঞনার আঘাতে পুড়ে গেছে মন, সজীবতা হীন জীবন
দূর হয়না অন্তঃব্যথা।
আমার ভালবাসা,
বিস্তৃত আকাশ মাঝে
এক ঝাঁক কালোমেঘ।
নিবিয়ে সুখের প্রদীপ
রেখে গেছ নির্জন ব্যথার দ্বীপ,
তোমারজন্য আজও বুকে ক্রসরেখ
আমার ভালবাসা,
সোনালী দিনে অঝড়ে ভারী বর্ষন।
ভাঙ্গা হৃদয়ে
প্রতিনিয়ত বৈরী আবহাওয়া,
একাকী নির্ঘুম রাত্রি,
নিরব প্রহর বর্নাঢ্য সিক্ত নয়ন।
আমার ভালবাসা,
উত্তালসিন্ধুর তরঙ্গের তান্ডব নৃত্য।
দুঃখের দাপটে জর্জরিত হৃদয়,
হানা আঘাত করেছে সব লুটপাঠ
হারিয়েছে জীবনে চিত্ত।