বৃক্ষ কর রোপন
করিও না বৃথা নিধন,
স্থির মগ্নে ভাবিয়া দেখ
বৃক্ষ পরম আপন জন।

পশু পাখি মানবজনার
দম গ্রহনে অক্সিজেনে জীবন
বাচাঁয়।
দম ত্যাগে বিষবায়ু করে শোষন।

ক্লান্ত জনে বিশ্রাম খুঁজে
সমবেত হয় বৃক্ষ অন্তেঃ.
ভেদাভেদ নাই কিছু
মানুষ পশু পাখি উচু নিচু
অকৃপন ভাবে বৃক্ষ করে বরণ।

বৃক্ষ আনে ফলের ছড়ি!
পুষ্টি শক্তি দেয় ভুরি ভুরি,
চিকিৎসা সেবায় অপরিহার্য বৃক্ষ
রোগ নিরাময় সুস্থতা করে সাধন।

ঝড় বৃষ্টি শীত খরায়
হিংস্র প্রাণী মানব শত্রুতায়,
আত্নরক্ষায় মানুষ ঘর বানায়।
বাহারী সৌন্দ্যর্যে ঘর সাজাতে
আসবাপত্র লাগেযে,
মানুষ সাগর নদী দেয় পাড়ি যে নৌকাতে।
রান্নায় চুলায় লাকড়ী যে জ্বালায়
বৃক্ষ হয় সব কিছুর উপকরন।

বৃক্ষ সদকায়ে জারিয়া
মৃত্যুর পরও পূণ্যের ফোয়ারা,
জিবিত বৃক্ষে আল্লাহর জিকির করে
কবর পাড়ে বৃক্ষের জিকিরে
আজাব হয় লাঘবন।
*বিঃদ্রঃ এখন বর্ষাকাল বৃক্ষ রোপনের উপযুক্ত সময়,আসুন সবাই একটি করে ফলজ বনজ ঔষধী গাছ লাগাই পরিবেশ বাচাঁই।
উপকার পাই।*