প্রত্যেক শিশুই জন্মে ইসলামী ফিতরাতে,
অভিবাবকগনই তাকে বিধর্মী গড়ে তুলে।
হে ভিন্নধর্মী তরুণ তুমিও ছিলে ইসলামী ছায়ানুকূলে,
প্রতিজ্ঞাবদ্ধ হয়েও আজ ভুলে গেলে।
বলেছিলে হে মহান প্রভু,
তোমায় ভুলবনা কভু।
জীবনের ভীষন সংকটাপন্ন ক্ষনে,
থাকব তোমারি তরে রাখব তোমায় মনে।
অন্ধ সমাজ প্রথার মিথ্যে সাহচার্যে
সরল সঠিক পূণ্য পথ তুমি গিয়েছ ভূলে।
চির সত্য উজ্জ্বল মনোনীত দ্বীন ইসলাম ছেড়ে,
চলছ তুমি অবিরাম মিথ্যে অন্ধকারে।
যেমনি পশু জন্মে সুস্থ সবল দেহ
দেখিছকি? অন্ধ বিকলাঙ্গ হয়ে জন্মিতে।
মানুষই তাকে কর্নচ্ছেদ লেজ কাটে অন্ধ খোড়া করে,
তেমনি চলছ তুমি অভিরাম মিথ্যে অন্ধকারে।