ও চাঁদরে ও চাঁদরে
তুমিতো ঐ দূর আকাশে
আছই বড় সুখে,
আমি যে কেমন আছি
একবারও জানলে না,
সৃম্তির পাতায় শুধু বেদনা।


তুমি ঐ নীলাকাশে
উদিত হওয়ার সাথে সাথে,
লক্ষ তারা জেগে  উঠে
তোমায় ভালবাসে।
জনম দুঃখী আমি ওগো
আমার অধিক দুঃখ,
জীবনে পেলাম নাকো
প্রত্যাশিত সুখ।
পৃথিবীর কেউ আমার পাশে থাকে না রে।


বাঁশ বাগানে মাথার উপর
তুমি যখন মিটিমিটি জ্বলো,
জোনাকিরা গান গেয়ে
বাসে তোমায় ভাল।
তোমার ছোঁয়াতে ফুল ফোটে
নদীতে আসে জোয়ার তোমার আকর্ষনে।
আমি যে একাকী
কি করে বেচেঁ থাকি বন্দু বিহনে।
পৃথিবীর কেউ আমায় ভালবাসে না রে।