প্রথম প্রহরে চাঁদ যখন মিলিয়ে যায় ,
কেবল একটি শুকতারা জ্বলে –
হাজারো কষ্টেও শান্তির প্রতীক হয়ে ।
যখন পাখিদের ঘুম ভাঙ্গে ,
শিশিরেরা ঘুমায় গভীর শান্তিতে-
নির্জন নীরব নগরীতে কেবল
হলুদ সোডিয়াম লাইট
জ্বলে ;
তখনও আমি জেগে রই,
মোবাইলে একটা রিংটোন বেজে উঠবে বলে ,
বিপ বিপ আওয়াজ করে একটি
ম্যাসেজের অপেক্ষায় ।
রাত্রিগুলো কেটে যায় –
আবারও আলোয় রাঙে আমাদের নগরী ;
রিংটোন আর বাজে না ;
রিংটোন আর বাজে না ।
প্রতীক্ষার প্রহর হয় না শেষ –
জেগে আছি ,
জেগে থাকব –
রিংটোন বাজবে বলে ।