আজ তোমার মন ভালো নেই
তাই আমার হৃদপিণ্ডের গতি ঠিক নেই-
ফুসফুস ভরে গেছে বিষাক্ত বায়ুর আনাগোনায় ।


আজ তোমার মন ভালো নেই -
তাই আমার নিউরনে অনুরনন নেই ,
ভারী হয়ে গেছে নিঃশ্বাসের বায়ু ।


আজ তোমার মন ভালো নেই
তাই লাশকাটা ঘরে কোন প্রেতাত্মা নেই;
মেশিন ল্যাবে কোন যন্ত্রই ঠিক নেই ।


আজ তোমার মন ভালো নেই
তাই আমার কলমের গতি নেই,
থেমে গেছে সিলিয়া পেশির ক্রমসঙ্কোচন।


আজ তোমার মন ভালো নেই
তাই চাঁদের গায়ে কোন জ্যোৎস্না নেই ,
আকাশের চাদরে তারার ফুল নেই ।


আজ তোমার মন ভালো নেই
তাই গোলাপের গায়ে লাবন্য নেই ,
বেলির গায়ে কোন গন্ধ নেই ।


আজ তোমার মন ভালো নেই
তাই হাওয়ার মাঝে কোন অনুভুতি নেই ,
ধুকে ধুকে কাঁদছে বাইপাস রোড়ের ধুলিকণা ।


আজ তোমার মন ভালো নেই
তাই আমার পৃথিবীতে কোন আনন্দ নেই ,
আজ আমার মন খারাপের দিন ।