=
কচুপাতা'র বক্ষে, জল ৷  
তোমার হৃদয়ে, অনল ৷
সেই জলে, প্রেম-বৃষ্টি এনে,
তোমার অগ্নি-উৎসব দেবো- নিভিয়ে ৷  
না পুড়বে, তুমি ৷
না পোড়াবে, প্রেমে'র ভূমি ৷
-------
স্বচ্ছতা'র প্রেমে, তোমার উৎসারণ হোক- মিলনে'র ধ্যান-সর্বস্ব ৷
পুড়ে যেতে যেতে, নিঃস্ব হয়ে যাওয়া- যায় কী- পুরো ?
অঙ্কুরোদ্গম-তো ধ্বংসাবশেষ হতে, তুলে আনে, ফুলও ৷
আর- এখানে-তো দিলে'র সারা-আয়তন জুড়ে,
প্রেমে'র বরফ-কল হিম যোগায়- অনন্ত-বীথি বিচলে ৷
-------
যতো'ই দিল-নক্ষত্র জ্বলবে ৷  
ততো'ই শীতলে, জমির কাটবে ৷৷
=
ম. প্র. ২৩-০৭-২০২০)
=