=
দিলে'র গর্ভ হতে, তুনে আনি, যে- মনমানি?
তাকে, তুমি- প্রেমে'র আবাসন করে, নিও।
যাতে দুঃখ হতে, তুলে না আনো- কষ্টে'র চিরিক।
বে-বোধ শীতল কান্না-গুলো- আমার দর্জি হয়ে, থাক।
তুমি, তার- খোরাক জানতে চেয়ে, নিজেকে করো-না, বিপাক।
সময়ে'র সরল আবর্তে, যে- পাখী গিয়েছে, ছুটি?
তাকে, মধু-মাসে মন-সায়ে- ফিরিয়ে আনবো'ই, এক-দিন।
তুমি শুধু- নাড়ি'র সনাতন হয়ে, জুড়ে থেকো- আগামী'র ভিড়ে, ব্যস্।।
=


রচনা-সময়- ২৬.০৫.২০১৮
=